গ্রাম বাংলা ডেস্ক: রাজশাহীতে ককটেল ও গানপাউডার উদ্ধার করেছে র্যাব-৫।
শনিবার দিবাগত রাত ২টার দিকে মহানগরীর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মাঝের রাস্তা থেকে এ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।
র্যাব-৫ রাজশাহীর সিনিয়র এএসপি ড. মীর্জা গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুয়েট ও রাবি সংলগ্ন এলাকা থেকে ৫৭টি ককটেল ও দুই কেজি বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটককৃত বিস্ফোরকগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে।
ককটেলগুলো র্যাবের বিস্ফোরক বিশেষজ্ঞ দলের সদস্যরা নিষ্ক্রিয় করেছেন বলে জানান তিনি।