সিলেটে হাসন রাজা স্বরণ উৎসব ২০১৬ইং অনুষ্ঠিত

Slider ফুলজান বিবির বাংলা
15800870_1838584963067463_1556646976_n
 সিলেট : বাংলাদেশ কবি সভা সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত হাসন রাজা স্বরণ উৎসব ও কবি-লেখক সম্মিলন ২০১৬ইং অনুষ্ঠান অনুষ্ঠিত।
গত ২৩ডিসেম্বর ২০১৬ইং শুক্রবার, বাংলাদেশ কবি সভা সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত হাসন রাজা স্বরণ উৎসব ও কবি-লেখক সম্মিলন ২০১৬ ইং অনুষ্ঠান অনুষ্ঠিত। কবি সভা সিলেট জেলা শাখার সম্মানিত সভাপতি, কবি সিদ্দিক আহমদ এর মনোমুগ্ধকর চাঞ্চল্য সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি তিনটি অধিবেশনে অনুষ্ঠিত হয়, যাতে উপস্থিত ছিলেন: সামরীন দেওয়ান ( হাসন রাজার বংশধর) কবি কালাম আজাদ। কবি মুসা আল হাফিজ ( উপদেষ্টা বাংলাদেশ কবি সভা কেন্দ্রীয় কমিটি)। কবি বাছিত ইবনে হাবিব (উপদেষ্টা বাংলাদেশ কবি সভা)। কবি ও সাংবাদিক, সেলিম আউয়াল। কবি ও রাজনীতিবিদ সাবিনা আনোয়ার। কথাসাহিত্যিক মোরশেদ আলম হৃদয় (সভাপতি, বাংলাদেশ কবি সভা কেন্দ্রীয় কমিটি) কবি ফেরারী মুরাদ ( সহ সভাপতি, বাংলাদেশ কবি সভা) কবি হাসনে হেনা (সিনিয়র সভাপতি, কবি সভা কেন্দ্রীয় কমিটি) কবি শেলীসেনগুপ্তা (সিনিয়র সভাপতি, কবি সভা কেন্দ্রীয় কমিটি) কবি মাইদুল ইসলাম মুক্তা(সাধারণ সম্পাদক, কবি সভা কেন্দ্রীয় কমিটি) কবি নাজমুল হাসান রানা (সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, সভাপতি কুমিল্লা জেলা শাখা, কবি সভা) কবি শাহ কামাল সবুজ (সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, কবি সভা) কবি জাহিদুল ইসলাম রুমি (সহ সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, সভাপতি, ঢাকা জেলা শাখা, কবি সভা) কবি ইলিয়াছ হোসেন (সম্পাদনা ও প্রকাশনা সম্পাদক,কেন্দ্রীয় কমিটি, নির্বাহী সভাপতি, চট্টগ্রাম শাখা কবি সভা) কবি মুকুল মজুমদার (দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় কমিটি) কবি সবুজ ভূঁইয়া (সভাপতি, চট্টগ্রাম শাখা, কবি সভা) ফাতেমা খাতুন রুনা (মানবাধিকার সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা শাখা কবি সভা) আবদুস সাহেদ শাহীন (সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া শাখা কমিটি)। কবি মেহেদী হাসান (সাধারণ সম্পাদক, চট্টগ্রাম শাখা, কবি সভা) আলমগীর ইমন (সহ সভাপতি, চট্টগ্রাম শাখা, কবি সভা) কবি মোঃ ইব্রাহীম (সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা শাখা, কবি সভা)। এছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে সাহিত্যকে ভালোবেসে ছুটে এসেছেন অসংখ্য কবি সাহিত্যক ও সাহিত্যপ্রেমীগণ। এতো চমৎকার একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য বাংলাদেশ কবি সভা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি কবি সিদ্দিক ভাই ও সিলেট জেলা শাখার সকল সদস্যদেরকে। জয় হোক কবি সভার, জয় হোক বাংলা সাহিত্যের।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *