সংখ্যালঘু বলেই কি অবহেলায় স্বীকার সাঁওতাল বাজুন হেমরম?

Slider টপ নিউজ

pic-bajun2_-696x536

 

 

 

 

 

 

 

এস. এম. মনিরুজ্জামান মিলন, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ “আর কত বয়স হলে পাবো বয়স্ক ভাতার কার্ড!” কথাটি বলতে বলতে কেঁদে ফেলেন ৮০ বছর বয়সী বাজুন হেমরম।

সাঁওতাল সম্প্রদায়ের ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠির সদস্য বাজুন হেমরম ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের উত্তর বোচাপুকুর গ্রামের বাসিন্দা। জীবনের শেষ প্রান্তে এসে বিষন্নতায় ভুগছেন ৮০ বছর বয়সী বাজুন হেমরম।

তার প্রশ্ন, “আর কত বয়স হলে আমি বয়স্ক ভাতা পাবো? বৃদ্ধ বয়সে অনেক জায়গায় ঘুরেছি। আর কত ঘুরতে হবে?”

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বয়োবৃদ্ধ বাজুন হেমরম বয়সের ভারে নুয়ে পড়েছেন। বাজুনের শ্বশুর বুধু মার্ডিও মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধে এই পরিবারটির অনেক অবদান রয়েছে।

বাজুনের স্ত্রী শিরিজল মার্ডি অভিযোগ করে বলেন, তার স্বামী এক বছর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের পাশে সাহায্যের জন্য কেউ দাঁড়ায়নি। বাধ্য হয়ে তাকেই সংসারের হাল ধরতে হয়েছে।

তারও একই প্রশ্ন, “আর কত বয়স হলে সে বয়স্ক ভাতা পাবে? সংখ্যালঘু বলেই কি এই অবহেলা?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *