রংপুরে বিভাগীয় ইনোভেশন সার্কেল (রংপুর পর্ব)

Slider রংপুর

rangpur-photo-29-12-16

রংপুর: মন্ত্রী পরিষদ অনুবিভাগের জেলা ও মাঠ প্রশাসনের অতিরিক্ত সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী বলেছেন, সেবাকে জনগণের দোড়গোড়ায় সহজে পৌঁছে দেয়াই সরকারের মূল লক্ষ্য। এজন্য আইটি বিভাগ কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৯ডিসেম্বর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী বিভাগীয় ইনোভেশন সার্কেল রংপুর পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাকছুদুর রহমান বলেন, দেশের সব সরকারি অফিসের কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা তৈরি করে সহজে সমাধান করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। মাঠ পর্যায়ে সরকারের সব বিভাগ কাজ সম্পাদন করছে। সোস্যাল মিডিয়ার মাধ্যমে সমস্যা চিহ্নিত করে সেবা পৌঁছে দেয়ার কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদের সভাপতিত্বে এটুআই এর ক্যাপাসিটি ডেভোলপমেন্ট স্পেশালিষ্ট মানিক মাহমুদ, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মিনু শীল, আব্দুল মজিদ, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ, রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।

কর্মশালায় রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *