দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৯২.৯৯ গত ৩ বছর থেকে ছাত্রীদের পাসের হার বেশি

Slider রংপুর

 

68cc1b908456a068cf4100a93058db73-78c78ed

 

রবিউল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি দিনাজপুর শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় গড় পাসর হার ৯২ দশমিক ৯৯ শতাংশ। এবারেও ছাত্রীদের পাসের হার বেশি।

গত ৩ বছর থেকে দিনাজপুর বোর্ডে ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি।

২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় ২ লাখ ১৬ হাজার ৭২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ১৫ হাজার ২৫ জন।

এদের মধ্যে ছাত্র ১ লাখ ৪৯ হাজার ৭৪  জন ও ছাত্রী ১ লাখ ১১ হাজার ৭৪৭ জন। গড় পাসর হার ৯২ দশমিক ৯৯ ভাগ। ছাত্রদের পাসর হার ৯২ দশমিক ৫৪ শতাংশ ও ছাত্রীদের পাসর হার ৯৩ দশমিক ৪১ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছে ২৭ হাজার ৮৯ জন। এদের মধ্যে ছাত্র ১২ হাজার ৫৩৫ ও ছাত্রী ১৪ হাজার ৫৫৪ জন। ২০১৪ সাল থেকে পাসের হারে মেয়েরা এগিয়ে আছে।

জেএসসি পরীক্ষায় শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ৮৯৯টি। কেউই পাস করেনি এমন (শূন্য ফলাফল প্রাপ্ত) বিদ্যালয়ের সংখ্যা ৬টি।

ফলাফল প্রকাশ করে দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান বলেন, বিগত চার বছরের  তুলনায় এবার ফলাফল কিছুটা ভাল হয়েছে। তবে পাসর হারের সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যাও বেড়েছে।

গত বছর জিপিএ-৫ পেয়েছিল  ১৯ হাজার ১৪৩ জন। এবার পেয়েছে ২৭ হাজার ৮৯ জন। যা গত বারের চেয়ে ৭ হাজার ৯৪৬ জন বেশি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *