খুঁজি –
—-আলম মিয়া হারুন
একটু একটু করে ক্রমশ স্থিতি হতে হতেই অগোচরে,
আলগোছে , খুব আচমকা অন্ধকারে নিমজ্জিত হতে হতে
আমার চোখের সামনে থেকে কোথায় গেলে,
এখন আর খুঁজেই পাই না।
ইচ্ছে করেই যেন আজ তোমাকে দূরে ঠেলে দিই,
আবার আপন করে নিই,
কী এক কালো, কুৎসিত মোহের খেলায় আজ ডুবে আছি আমি,
আমি সব জনেজনে তন্য তন্য করে
খুঁজেও কোথাও পাইনি তোমার দেখা,
অবশেষে নিজেই হারিয়েছি অবচেতনে,
সবার অজান্তে এখন সুর করে বলি-
আমি আলোর পূজারী,
অমলিন এক পূর্নিমা জগতে আমার বাস,
আর একটুকরো চাঁদ
আমার হৃদয়ের গহীনে বাসা বেঁধে আছে।
আমি সেই ম্লানালোকে আজ আমাকে খুঁজি,
আমি মানুষকে খুঁজি,
মনুষ্যত্বকে খুঁজি-
যেথায় বিপন্ন মানবতা,
আমি সেই বিলুপ্ত মনুষ্যত্বর মাঝেও মানুষ খুঁজি।
উন্মাদের মতো সুর করে মানবতার গান করি।