লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিবর্গ

Slider গ্রাম বাংলা
172101_111-400x240-2
এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলা পরিষদ নিবার্চনে আ”লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট মতিয়ার রহমান চেয়ারম্যান ও ১৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ১৫জন ও ৫টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫জন নিবার্চিত হয়েছেন। চেয়ারম্যানসহ সদস্য পদে বিজয়ীদের আনন্দ মিছিলে মুখর লালমনিরহাট জেলা শহর। লালমনিরহাট জেলা পরিষদের সাধারন সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন, ১ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মাহবুব প্রধান (তালা প্রতীকে) ১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ২ ওয়ার্ডে আব্দুস সালাম প্রধান (তালা ) ২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ৩ নং ওয়ার্ডে ফরহাদ হোসেন লিটন (টিউবওয়েল) ২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ৪ নং ওয়ার্ডে এরশাদ উল্ল্যাহ (তালা) ১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ৫ নং ওয়ার্ডে আব্দুস সামাদ (তালা) ২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ৬ নং ওয়ার্ডে আবু হেনা মো. হাসান মেহেদি অপন (হাতি) ২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ৭ নং ওয়ার্ডে ধনঞ্জয় কুমার রায় (হাতি) ২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ৮ নং ওয়ার্ডে আশিফুর হোসেন চৌধুরী (হাতি) ২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ৯ নং ওয়ার্ডে মোস্তাফিজার রহমান ২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ১০ নং ওয়ার্ডে সফিকুল ইসলাম শফি ও আবু আলম মুছা-কুতুব দুজনেই ২০ ভোট করে পেয়েছেন। তবে জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে পরে লটারীর মাধ্যমে আবু আলম মুছা কুতুব (অটোরিক্সা) জয়ী হন। ১১ নং ওয়ার্ডে সোলেমান হায়দার (টিউবওয়েল) ১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ১২ নং ওয়ার্ডে আব্দুস সোহরাব (তালা) সর্বচ্চ ৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ১৩ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম (তালা) ১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ১৪ নং ওয়ার্ডে আবুল কাশেম (হাতি) ১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ১৫ নং ওয়ার্ডে তাহমিদুল ইসলাম বিপ্লব (তালা) ২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে জেলা রিটার্নী কর্মকর্তার কার্যালয়ের ফলাফল কেন্দ্র থেকে জানা গেছে। এদিকে জেলা ৫টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং ওয়ার্ডে মনোয়ারা বেগম (দোয়াত কলম) ৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ২ নং ওয়ার্ডে মর্জিনা বেগম বিনা প্রতিদ্বন্দিতায় নিবার্চিত হন। ৩ নং ওয়ার্ডে নিলুফা আক্তার (ফুটবল) ৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ৪ নং ওয়ার্ডে শাসুন্নাহার খানম লিমা (দোয়াত কলম) সর্বোচ্চ ৯০ ভোট পেয়ে জয়ী হন এবং ৫ নং ওয়ার্ডে মেহেরুন নাহার (দোয়াত কলম) ৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নিবার্চিত হয়েছেন। ফলাফল ঘোষনার পর পরই বিজয় মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে পুরো লালমনিরহাট জেলার শহর, ও গ্রাম-গঞ্জ। লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *