দিনাজপুরে পিএইচআর প্রকল্পের সমাপ্তিকরণ সভায় জেলা প্রশাসক

Slider সারাদেশ

SAMSUNG CAMERA PICTURES

 

 

 

 

 

রবিউল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেছেন, তৃণমূল পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রকল্প সমাপ্ত হলেও আমাদের সচেতন ও সক্রিয় থাকতে হবে। এ ব্যাপারে আমাদের নিজ নিজ অবস্থান থেকেই কাজ করে যেতে হবে। বিশেষ করে এনজিও প্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতার কারণে বাল্যবিবাহ প্রতিরোধে যথেষ্ঠ ভুমিকা রাখতে পারে। শুধু আইন দিয়ে নয় চাই সামাজিক আন্দোলন

২৮ ডিসেম্বর বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজ উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র (এসইউপিকে) দিনাজপুর এর আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় প্রটেক্টিং হিউম্যান রাইট্স (পিএইচআর) প্রোগ্রামের জেলা পর্যায়ে প্রকল্প সমাপ্তিকরণ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিক ইমাম। তথ্য ভিত্তিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রিজওনাল প্রজেক্ট ম্যানেজার (পিএইচআর প্রকল্প) সর্দার আকরামুজ্জামান স্বাধিন। মুক্ত আলোচনায় অংশ নেন ইউনিটি ফর এনজিও’স এর সভাপতি ভিক্টর লাকড়া, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শাহ, চিরিরবন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, আরডিআরএস বাংলাদেশ, দিনাজপুর’র মাঠ সমন্বকারী তপন কুমার সাহা, দৈনিক উত্তরবাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, নাগরিক উদ্যোগের শহীদুল ইসলাম শহীদুল্লাহ, মেহেরুল্লাহ বাদল, আনোয়ারুল ইসলাম বাবলু, এ্যাডঃ তৈয়বা বেগম, চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উম্মে কুলসুম বেবী। উল্লেখ্য, পিএইচআর প্রকল্প ৬ বছর মেয়াদী চিরিরবন্দর উপজেলা ১২টি ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে তৃণমূল পর্যায়ে বাস্তবায়নের কার্যক্রম পরিচালিত করেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *