জাহিদ হাসান, বান্দরবান থেকেঃ বান্দরবানের লামা উপজেলায় মোটর সাইকেল চুরির হিড়িক পড়েছে। ঘরের ভিতরেও নিরাপদে রাখতে পারছেনা মোটর সাইকেল।
বুধবার ভোরে পৌরসভা এলাকার লাইনঝিরি গ্রামের বাসিন্দা মো. জামাল উদ্দিনের ব্যবহৃত বাজাজ কোম্পানীর ১৫০ সি.সি লাল রঙের পালচার মোটর সাইকেলটি বসত ঘরের গ্রিল ভেঙ্গে নিয়ে যায় চোর সিন্ডিকেট। যাহার রেজিষ্ট্রেশন নং- চট্টমেট্টো ল- ১২-০২৮৭। কয়েকদিন পর পর মোটর সাইকেল চুরির ঘটনায় মালিকদের মধ্যে আতংক বিরাজ করছে। গত কয়েক মাসে দুই সাংবাদিকের দুইটি মোটর সাইকেলসহ বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি হলেও কোনটিই উদ্ধার করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, স্থানীয় একটি চিহিৃত সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মোটর সাইকেল চুরি ও পাচারে লিপ্ত রয়েছে। তারা মোটর সাইকেল চুরি করে লামা-ফাঁসিয়াখালী-মানিকপুর সড়ক, লামা-সুয়ালক-আজিজনগর সড়ক পথে অন্যত্র পাচার করে দেয়। কোন কোন সময় পুলিশ এসব চোর সিন্ডিকেট সদস্যদেরকে আটক করলেও কিছু স্থানীয় জনপ্রতিনিধিদের তদবিরে ছেড়ে দেয় পুলিশ। এতে করে এলাকায় মোটর সাইকেল চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।