স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: মাদককে না বলুন শ্লোগানকে সামনে রেখে মুক্তিযুদ্ধ মন্ত্রীর নেতেৃত্বে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে বর্নাঢ্য র্যালী। অনুষ্ঠানে চিত্রনায়ক ও কণ্ঠ শিল্পীরাও অংশনেন ।
শনিবার সকাল সাড়ে ১১টায় গাজীপুর শহরে ওই র্যালী অনুষ্ঠিত হয়।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের ভেতর থেকে অনুষ্ঠিত রোড শো জেলা শহরের প্রধান সড়ক রাজবাড়ি রোড প্রদক্ষীন করে।
রোড শো’র পূর্বে জেলা পুলিশ অফিসের সামনে মাদক দ্রব্য ধ্বংস অভিযান চলে। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ ক ম মোজাম্মেলক হক। বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেল, গাজীপুর-৪ আসনের সাংসদ সিমিন হোসেন রিমি, গাজীপুর জেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার সাবেক এমপি কাজী মোজাম্মেল, ডিপুটি কমান্ডার এস এম মুজিবুর রহমান ও গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর বৃন্ধ।
স্বাগত বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ হারুনর রশিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, চিত্রনায়ক ফারুক, কন্ঠ শিল্পী ফাতেমাতুজ্জোহরা ও ফেরদৌস ওয়াহিদ।
এছাড়া আরো গান পরিবেশন করেন মাছরাঙা টেলিভিশনের ম্যাজিক বাউলিয়ানায় ৫ম স্থান অধিকারী গাজীপুরের মেয়ে মেহজাবিন দীপা।