সিলেট প্রতিনিধি : সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত করেছেন শিক্ষার্থীরা। কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ তথ্য জানিয়েছেন।
শিক্ষার্থীদের দাবী ছিলো সঠিক সময়ে ফলাফল প্রকাশ, পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নিয়োগ, ছাত্রাবাস-কলেজের উন্নয়ন ইত্যাদি।
এই সব দাবীর প্রেক্ষিতে সোমবার সকাল ১১টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা। এর ফলে কলেজের রেজিস্টার মো. সেলিমসহ প্রশাসনিক কর্মকর্তারা ওই ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন।