শ্রীপুর ট্যুরিজমের ‘মিশন নর্থ বেঙ্গল’ সফলভাবে সম্পন্ন

জাতীয় টপ নিউজ বিনোদন ও মিডিয়া

560170_316222408586616_4021127622465925108_n

শারমিন সরকার

ব্যুরো চীফ

গ্রাম বাংলা নিউজ২৪.কম

শ্রীপুর অফিস: প্রায় দেড় হাজার কিঃমিঃ পথ পাড়ি দিয়ে শ্রীপুর ট্যুরিজমের ব্যানারে ১৮তম সফর ‘মিশন নর্থ বেঙ্গল’ যথাযথভাবে সম্পন্ন করে ৩৩ জন পর্যটক ১৫ অক্টোবর ভোরে সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে সুস্থ্যভাবে শ্রীপুরে ফিরে আসেন।

০৯ই অক্টোবর ভোরে পর্যটক দল ১৭টি মোটর সাইকেল যোগে মিশন নর্থ বেঙ্গল সম্পন্ন করার জন্য গঠিত আহবায়ক কমিটির তত্ত্বাবধানে শ্রীপুর থেকে যাত্রা শুরু করেন। মিশন নর্থ বেঙ্গলে অংশগ্রহন করেন পর্যটক খন্দকার মাসুদ রানা, আরিফ মন্ডল, আমান উল্লাহ, সাংবাদিক এম এম ফারুক, জায়দুল কবির, হিজবুল বাহার, জিয়াউর রহমান জিয়া, জহিরুল ইসলাম, আফসার উদ্দিন, সালাউদ্দিন বাদল, সাইফুল ইসলাম, আতিকুল ইসলাম, বশির সিদ্দিকি, নজরুল ইসলাম, সুমন মড়ল, পলাশ, আসাদুজ্জামান বিপু, সারোয়ার, সাইদুল মাষ্টার, নাজমুল হাসান, খোরশেদ আলম, জুয়েল প্রধান, রুকন উদ্দিন, রুহুল আমিন, মনির হোসেন, সেলিম শেখ, মাহমুদুল হাসান, আজিজুল হক, ফরহাদ মিয়া, শরিফুল ইসলাম, তুষার, জসিম উদ্দিন ও তায়েব স্যার। র্পযটক দল ৯ই অক্টোবর ঢাকা-ময়মনসংিহ মহাসড়ক যোগে শরেপুর হয়ে কুড়গ্রিামরে রৌমার-িচলিমারি পার হয়ে কুড়গ্রিাম সদরে দিবাগত রাত্রি যাপন করেন। ২য় দিন কুড়িগ্রাম থেকে রওনা দিয়ে লালমনরিহাট মহন্দ্রেনগর হয়ে হাতবিান্ধা, পাটগ্রাম, তনিবঘিা কড়ডিোর, বুড়িমারি, বড়খাতা, তস্তিা-ব্যারজে পরির্দশন করে ডমিলায় ২য় রাত্রি যাপন করেন।

10698569_316221175253406_6941114124716498788_n

৩য় দিন ডমিলা থকেে ডোমার, দবেগিঞ্জ, বোদা,পঞ্চগড় শহর হয়েতেঁতোলিয়া, বাংলাবান্ধা পরিদর্শন শেষে ঠাকুরগাঁও জলো শহরে ৩য় রাত্রিযাপন করেন। ধারাবাহকিভাবে চর্তুথদনি ঠাকুরগাঁও থেকেবালিয়া ডাঙ্গী, বীরগঞ্জের কান্তজীর মন্দরিহয়ে দশমাইল, চরিরিবন্দর, সয়ৈদপুর, তাঁরাগঞ্জ, পাগলাপীর পরিদর্শন করে রংপুর শহরে ৪র্থ রাত্রি যাপন করেন। ৫ম দিন রংপুর সদর থেকে ভন্নিগজৎ এবং নারী জাগরণের অগ্রদূত বগেম রোকয়োর বাড়ী পায়রাবন্দ হয়ে নবাবগঞ্জরে স্বপ্নপুরতিে রাত্রি যাপন করেন। সর্বশেষ ৬ষ্ঠ দনি স্বপ্নপুরি থেকে বিরামপুর, হিলি বন্দর, ঘোড়াঘাট, গোবন্দিগঞ্জ, নবাবগঞ্জ, বগুড়া, বঙ্গবন্ধু (যমুনা) সেত পার হয়ে টাঙ্গাইল জেলা হয়ে গাজীপুররে শ্রীপুরে পৌছান।

মিশন নর্থ বেঙ্গল চলাকালীন সময়ে উত্তরবঙ্গের পুলিশ প্রশাসন, স্বোচ্ছাসেবী সংস্থা, সাধারন জনতা এমনকি ডিমলা আসনের এমপি মহোদয় শ্রীপুর ট্যুরিজমরে পর্যটকদের উৎসাহ, উদ্দীপনা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

শ্রীপুরে ট্যুরিজমের সম্মানিত সভাপতি জনাব মোঃ খন্দকার মাসুদ রানা ১৮তম সফর ‘মিশন নর্থ বেঙ্গল’ সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য গঠিত আহবায়ক কমিটির প্রধান প্রফেসর তায়েব হোসেন সহ আহবায়ক কমিটির সকল সদস্যদেরকে এবং মিশনে অংশগ্রহনকারী সকল পর্যটকদেরকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

শ্রীপুরে ট্যুরিজমের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আরিফ মন্ডল জানান ট্যুরিজমের ১৯তম সফর মিশন সুন্দরবন আগামী ডিসেম্বরে শেষ সপ্তাহে সম্পন্ন হতে পারে।

শ্রীপুর ট্যুরিজমের সম্মানিত কোষাধ্যক্ষ জনাব আমান উল্লাহ ও অন্যতম সদস্য জনাব জায়দুল কবির জানান, সফরকালীন সময়ে সংশ্লষ্টি এলাকার প্রশাসন ট্যুরিজমমরে নরিাপদ সফররে জন্য অগ্রনী ভূমিকা পালন করনে এবং সংশ্লষ্টি এলাকার আবাল বৃদ্ধবনিতা কড়তালরি মাধ্যমে সম্ভাষন জানান।

মিশন নর্থবেঙ্গল পরিচালনা করার জন্য গঠিত আহবায়ক সদস্য ইঞ্জিঃ মোঃ আসাদুজ্জামান জানান ভ্রমন পরিচালনার জন্য অংশগ্রহনকারী সকল পর্যটকদের কাছ থেকে আমরা সার্বিক সহযোগীতা পেয়েছি। তাছাড়া তিনি ভ্রমন চলাকালীন সময়ে শ্রীপুর ট্যুরিজমের ফেসবুক পেজে (www.facebook.com/sreepurtourism.org) শ্রীপুর ট্যুরিজমের সর্বশেষ অবস্থান আপডেট করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *