ঢাকা; যশোরে সড়ক দূর্ঘটনায় পপি পারভীন (২৫) ও রুমেছা খাতুন (২০) নামের ২ কলেজ ছাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর খুলনা মহাসড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পপি পারভীন যশোর সরকারী এম এম কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্রী ও মণিরামপুর উপজেলার দত্তকোনা গ্রামের আজিজুর রহমানের মেয়ে এবং রুমেছা খাতুন মণিরামপুর মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীর ছাত্রী ও দত্তকোনা গ্রামের নুর মোহাম্মদ গাজীর মেয়ে। এ ঘটনায় আহত মোটর সাইকেল চালক দত্তকোনা গ্রামের নাছির উদ্দিন গাজীকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনায় নিহতের লাশ ময়না তদন্ত ছাড়াই এ রিপোর্ট লেখার সময় পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত দুই কলেজ ছাত্রী পরস্পরের আতœীয়। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে তারা দু জন ভাড়া চালিত মোটর সাইকেল যোগে মণিরামপুর থেকে যশোর আসেিলন। বকচর মোড়ে পৌছালে বিপরীতমুখি একটি দ্রুতগামী ট্রাক ২ যাত্রীসহ মোটর সাইকেলটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থরেলই দুই যাত্রী কলেজ ছাত্রী নিহত হয়। আহত হয় মোটর সাইকেলের চালক। এদিকে দূর্ঘটনার পর পরই পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি। নিহতদের লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে কোতয়ালী মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত দুই কলেজ ছাত্রী পরস্পরের আতœীয়। গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে তারা দু জন ভাড়া চালিত মোটর সাইকেল যোগে মণিরামপুর থেকে যশোর আসেিলন। বকচর মোড়ে পৌছালে বিপরীতমুখি একটি দ্রুতগামী ট্রাক ২ যাত্রীসহ মোটর সাইকেলটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থরেলই দুই যাত্রী কলেজ ছাত্রী নিহত হয়। আহত হয় মোটর সাইকেলের চালক। এদিকে দূর্ঘটনার পর পরই পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি। নিহতদের লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে কোতয়ালী মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান।