কুড়িগ্রাম: প্রস্তাবিত শিক্ষা আইনের কতিপয় ধারা ও উপধারা বাতিলের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে সোমবার কুড়িগ্রামে সকল বইয়ের দোকানে অর্ধ দিবস ধর্মঘট পালিত হয়।
একই দাবীতে ব্যবসায়ীরা দুপুরে বৃষ্টিকে উপেক্ষা করে কলেজ মোড়ে মানববন্ধন কর্মসুচি পালন করে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপসু) কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ কর্মসুচি পালিত হয়।
মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব আল-আমিন, কে এম খাইরুল আহসান লিমন, মমিনুর রহমান ফরহাদ, মিল্টন প্রমুখ।
বক্তারা বলেন, প্রস্তাবিত শিক্ষ আইন বাস্তবায়িত হলে বইয়ের ব্যবসার সাথে জড়িত সারা দেশের ২৫লক্ষ লোক কর্মহীন হয়ে বেকার হবে। শিক্ষা আইনে প্রদত্ত নোট গাইডের যে সংজ্ঞা দেয়া হয়েছে তা গ্রহন যোগ্য নয়। এই দাবী মানা না হলে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর লাগাতার ৪৮ ঘন্টা ধর্মঘট পালিত হবে। এর পরবর্তীতে আরো কঠোর কর্মসুচি দেয়া হবে বলে আল্টিমেটাম ঘোষনা করে।