গ্রাম বাংলা ডেস্ক: সন্ত্রাসী হামলায় বগুড়া,চাপাইনাবাগঞ্জ ও সিলেটে তিন আওয়ামীলীগ নেতা খুন হয়েছেন।
সিলেট: সন্ত্রাসী হামলায় সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত যুবলীগ নেতা আব্দুল আলী (৪০) নিহত হয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওসমানী হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডাঃ তন্ময় ভট্টাচার্য জানান, কোম্পানীগঞ্জ থেকে তাকে মৃত অবস্থায়ই আনা হয়েছিল। হাসপাতালে আনার পর চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, এ ঘটনার পর পুলিশ গৌখালের পার এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। তবে, পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ ঘটনার পর থেকে ওই গ্রামের পুরুষ-মহিলারা আতœগোপনে চলে গেছে বলে জানান ওসি।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাটাখাল এলাকায় আব্দুল আলী (৪০) সন্ত্রাসী হামলায় আহত হন বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার এস আই রাশেদুল আলম খান। তবে, কিভাবে কিংবা কি কারণে এ খুনের ঘটনা ঘটেছে এ বিষয়ে তিনি বিস্তারিত কোন তথ্য জানাতে পারেননি। আহত আব্দুল আলীকে গুরুতর অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এস আই রাশেদ।
তিনি জানান, ঘটনার পর পরই কোম্পানীগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন ও ওসি (তদন্ত) শফিউল আযমের নেতৃত্বে পুলিশ সন্দেহভাজন আসামীদের ধরতে অভিযান শুরু করেছে বলে জানান রাশেদ।
বগুড়া: বগুড়ায় পুলিশের সামনে বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক খুন
বঙ্গবন্ধু সৈনিকলীগ বগুড়া জেলা শাখার যুগ্মআহ্বায়ক সবুজ সওদাগরের ছুরিকাঘাতে খুন হয়েছেন তারই দলের আহবায়ক শিমুল হক রেহান (৩৫)। এরপর প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হয়েছেন সবুজ সওদাগর।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নেতাকর্মীরা জানান ,শুক্রবার সন্ধ্যার দিকে দলীয় কার্যালয়ের সামনে রেহানের সাথে সৈনিক লীগের যুগ্ম-আহবায়ক সবুজ সওদাগরের কথাকাটাকাটি হয়। এক পর্যায় সবুজ সওদাগর রেহানের বুকে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন রেহানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় বিপুল সংখ্যক পুলিশ আওয়ামী লীগ অফিসের সামনে পাহারায় ছিল। তাদের সামনেই খুনের ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রতিপক্ষের ক্যাডারদের আঘাতে গুরুতর আহত হন বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা কমিটির যুগ্মআহ্বায়ক সবুজ সওদাগর। তার মাথা ফেটে গেছে বলে জানা গেছে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রেহান বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়কের পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিক্সা মালিক সমিতির যুগ্ম-আহবায়ক ছিলেন। অটোরিক্সা থেকে চাঁদা আদায় নিয়ে সবুজ সওদাগরের সাথে তার বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মঞ্জুরুল হক ভুঞা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সবুজ সওদাগরের ছুরিকাঘাতে রেহান খুন হয়েছেন।
শুক্রবার রাত ৮টার পর চাপাইনাবাবগঞ্জ জেলার শিবপুর পৌর স্টেডিয়ামের সামনে মনিরুল ইসলাম(৩০) নামে এক যুবলীগ নেতা খুন হয়েছেন। কয়েক দুবৃত্ত গাড়ির গতিরোধ করে গুলি করে তাকে হত্যা করে পালিয়ে যায়।