ঢাকা; নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৪২ রানের টার্গেটে ব্যাট করছে সফরকারী বাংলাদেশ। বড় টার্গেট তাড়া করতে গিয়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে টাইগাররা। ১৮ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে বাংলাদেশের সংগ্রহ ৮১। বর্তমানে নিয়ে ক্রিজে আছেন সাকিব ও মুশফিক। সাকিবের সংগ্রহ ৮। সাকিবের সঙ্গে জুটি বেঁধে খেলতে থাকা তামিম আউট হন ৩৮ রান করে। ইমরুল কায়েস ১৬, সৌম্য সরকার ১ ও মাহমুদুল্লাহ রিয়াদ ০ রানে আউট হয়েছেন।
এর আগে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৪১ রান সংগ্রহ করে কিউইরা। এটি বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের সংগ্রহ। টম ল্যাথাম ১৩৭ রান করেছেন। সাকিব আল হাসান তিনটি উইকেট নিয়েছেন। সার্জারির পর মাঠে ফেরার প্রথম দিনে মুস্তাফিজ নিয়েছেন দুটি উইকেট। এছাড়া তাসকিনও দুটি উইকেট পেয়েছেন।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হয়েছে ম্যাচটি। সফরে বাংলাদেশ স্বাগতিকদের বিরুদ্ধে খেলবে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট আর তিনটি টি-টুয়েন্টি ম্যাচ।
শেষ দুটি ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছিলো বাংলাদেশ। শেষ তিনটি টেস্ট ড্র হয়েছিল। তবে নিউজিল্যান্ডের মাটিতে এখনো কোন আন্তর্জাতিক ম্যাচ জেতেনি বাংলাদেশ।