রবিউল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি ॥ আজ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন। বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র পৃষ্ঠপোষকতায় এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিনাজপুরে ক্রীড়ার মান উন্নয়নে ব্যাপক উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে নির্বাচনটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন জেলার খেলোয়াড় ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ। গুরুত্বপূর্ণ এ নির্বাচনে আজিজুর-পাপ্পু-ডলার পরিষদ এগিয়ে অনেকটা এগিয়ে রয়েছে। কেননা, বিগত পরিষদের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং সাদা মনের মানুষ। পাশাপাশি সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পুও জেলার খেলাধুলায় বিশেষ অবদান রাখায় ভোটাররা তার দিকে ঝুঁকছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিগত পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার ক্রীড়া সংগঠক হিসেবে এবং দিনাজপুরে ক্রীড়াঙ্গণ ঢেলে সাজানোয় অগ্রণী ভূমিকা পালন করাতে এবারও ভোটাররা তাকেই বেছে নিতে পারেন।
আজ সোমবার অনুষ্ঠেয় নির্বাচনে সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত একটানা দিনাজপুর স্টেডিয়ামে ভোট গ্রহণ করা হবে। মোট ২৭টি ভোট প্রদান করতে হবে এর মধ্যে সহ-সভাপতি পদে ৪টি, সাধারণ সম্পাদক পদে ১টি, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ১টি, যুগ্ন সাধারণ সম্পাদক পদে ২টি, কোষাধ্যক্ষ পদে ১টি, নির্বাহী সদস্য পদে ১৪টি, সদস্য (সংরক্ষিত) উপজেলা ক্রীড়া সংস্থা হতে ২টি এবং মহিলা সদস্য (সংরক্ষিত) ২টি পদে এক জন ভোটারকে ভোট প্রয়োগ করতে হবে। সহ-সভাপতি পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন (১) মো: আজিজুর রহমান (২) মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু (৩) ডা: ইলিয়াস আলী খান এডিন (৪) মো: মতিউর রহমান (৫) মো: মোকাদ্দেম আনোয়ার ওয়ান্ডার (৬) রায়হানুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন (১) সুব্রত মজুমদার ডলার, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, দিনাজপুর (২) মুহা: মিজানুর রহমান চৌধুরী (৩) মো: ফয়সাল হাবিব সুমন। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন (১) মো: আসলাম হোসেন (২) আবু তাহের মো: বদরুদ্দোজ্জা। যুগ্ন সম্পাদক পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন (১) আবু ইবনে রজব (২) মো: কামরুজ্জামান (৩) মো: বাবু আহমেদ বাব্বা । কোষাধ্যক্ষ পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন (১) মো: জায়েদী পারভেজ অপূর্ব (২) সৈয়দ সোহেল হোসেন। নির্বাহী সদস্য পদে ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন (১) মোস্তাক আহম্মেদ (২) আনিস হোসেন দুলাল (৩) প্রশান্ত কুমার সরকার অরুন (৪) সমীরন ঘোষ (৫) মো: সোহেল রানা (৬) মো: রহমত আলী (৭) মো: আনোয়ারুল ইসলাম সুমী (৮) মো: আবু সামাদ (মিঠু) (৯) মো: মিজানুর রহমান পাটোয়ারী (১০) মো: নওশাদ ইকবাল কলিন্স (১১) সৈয়দ আজাদুর রহমান বিপু (১২) মো: আনোয়ারুল ইসলাম(১৩) রবিউল আউয়াল খোকা (১৪) মো: আছলামুর রহমান (মাহবুব) (১৫) সৈয়দ সায়েম হোসেন (১৬) মো: আনিসুর রহমান (১৭) মো: জুলফিকার আলী (১৮) মো: কামরুজ্জামান (শাহীন) (১৯) মো: সাঈদ ইসলাম (সেতু) (২০) রওশন আরা বেগম। সদস্য (সংরক্ষিত) উপজেলা ক্রীড়া সংস্থা পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন (১) কাহেরউদ্দিন মন্ডল (২) সাইফুল ইসলাম (৩) মো: ইয়াছিন আলী এবং মহিলা সদস্য (সংরক্ষিত) পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন (১) জিনাত আরা চৌধুরী মিলি (২) মনোয়ারা সানু (৩) ফাহিমা ইয়াসমিন কলি। ভোট প্রদানের সুবিধার্তে প্রত্যেক ভোটারকে জাতীয় পরিচয় পত্র সঙ্গে আনার জন্য নির্বাচন কমিশনার অনুরোধ করেছেন।
রবিউল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি, ২৫-১২-১৬, ০১৭৮৬-৯৯৭৫১১।