উপজেলা করেসপন্ডেন্ট
কাপাসিয়া(গাজীপুর): স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক শহীদ তাজউদ্দীন আহমদ’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নিজ জন্মভূমি গাজীপুরের কাপাসিয়ায় স্মারক ভাস্কর্য ও উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে মন্ত্রী ফকির মজনু শাহ্ সেতুর পশ্চিম প্রান্তে সদর বাস টার্মিনাল সংলগ্ন ভাস্কর্য স্থান ‘তাজউদ্দীন চত্বর’ পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা তাজউদ্দীন কন্যা সিমিন হোসেন রিমি, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার আনসুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাসনূভা নাশতারান, উপজেলঅ পরিষদের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা প্রকৌশলী সাবের আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার গোলাম কিবরিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।