গাজীপুর অফিস; কেন্দ্রিয় সংগঠন ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন এর কাউন্সিল অধিবেশন গাজীপুর মহানগরের ফ্যান্টম চাইনিজ রেষ্টুরেণ্টে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ওই কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে মুক্তিযোদ্ধা এস এম মজিবুর রহমান চেয়ারম্যান পদে ও ড. এ কে এম রিপন আনসারী মহাসচিব পদে পুন:নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র ভাইসচেয়ারম্যান অভিনেতা আশরাফ হোসেন টুলু, ভাইসচেয়ারম্যান ফরিদা জাহান স্বপ্না ও সাংবাদিক আমজাদ হোসেন মুকুল।
যুগ্মমহাসচিব হলেন, ফেডরিক মুকুল বিশ্বাস ও সাংবাদিক জাহিদ বকুল। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক ডা: বোরহান উদ্দিন অরণ্য, সহ সাংগঠনিক সম্পাদক এম ইউ আহমেদ ভূইয়া রিমন, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, তথ্য ও গবেষনা সম্পাদক মনির হোসেন, ঐতিহ্যৃ সংরক্ষন বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড, বাবুল হোসেন খান, প্রকাশনা সম্পাদক রায়হান মিয়া, জীব বৈচিত্র বিষয়ক সম্পাদক মীর আলিমুজ্জামান, দপ্তর সম্পাদক সামসুদ্দিন, প্রচার সম্পাদক মোঃ জাকারিয়া, সহ প্রচার সম্পাদক ফাহিমা নূর, কর্মসূচি বিষয়ক সম্পাদক আলী আজগর খান পিরু, সহ-কর্মসূচি বিষয়ক আব্দুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহান সাহাবুদ্দিন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ, মহিলা বিষয়ক সম্পাদক এড. পারভিন আক্তার।
নির্বাহী সদস্য, এড. মনোয়ার হোসেন, মোঃ নাজিম উদ্দিন সরকার, মোঃ মিজানুর রহমান, মোঃ কামারুজ্জামান, মোঃ শফিকুল ইসলাম, আইজাক হালদার, দিলোয়ারা বেগম ভূইয়া, সোলায়মান সাব্বির, প্রিয়াঙ্কা দেবনাথ।
সাধারণ সভায় যথাক্রমে সভাপতিত্ব করেন বিদায়ী চেয়ারম্যান এস এম মুজিবুর রহমান ও সাংবাদিক আমজাদ হোসেন মুকুল।
অনুষ্ঠান উপস্থাপনা করেন বিদায়ী ও নবনির্বাচিত মহাসচিব ড. এ কে এম রিপন আনসারী ও বর্তমান যুগ্মমহাসচিব জাহিদ বকুল। সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।