শারমিন সরকার
ব্যুারো চীফ
শ্রীপুর অফিস : শ্রীপুরে প্রেম ঘটিত কারনে এক কলেজ ছাত্রী বিষ পানে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাওনা ইউনিয়নের হাসিখালি বেতঝুড়ি গ্রামের আ: কাইয়ুম এর কন্যা কাকলী আক্তার (২০) পার্শ্ববর্তী একই গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম (২০) এর সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে গত তিন বছর যাবত অবৈধ শারিরীক সম্পর্ক গড়ে তুলে।
সম্প্রতি কাকলী গর্ভবতী হয়ে পড়লে কাকলী তাকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। সফিক বিয়েতে অস্বীকৃতি জানালে কাকলী বিষয়টি তার মাকে জানায়। কাকলীর মা রহিমা আক্তার বিষয়টি নিয়ে সফিকের পরিবারের সাথে কথা বললে শফিকের পরিবার স্থানীয় শাকিল ও কাসেম গর্ভপাত ঘটিয়ে বিষয়টি ধামা চাপার চেষ্টা চালায়।
এক পর্যায়ে শ্রীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর বাবুল, শাকিল ও চাচা জামালের নেতৃত্বে কাকলির বাড়ীতে শালিস বৈঠক বসে। পুনরায় বিষয়টি ধামা চাপার চেষ্টাকালে সফিকের পরিবার এলাকায় কাকলীর বিরুদ্ধে অপপ্রচার চালায়।
১৬ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে কাকলীর বাড়ীতে স্থানীয় ইউপি মেম্বার আতাউর রহমান, বাবুল, শাকিল ও জামালের নেতৃত্বে পুনরায় শালিস করে। শালিসে কাকলীর অবৈধ সম্পর্কের আলোচনা শুরু হতেই ঘৃনা, লজ্জা ও অপমান সইতে না পেরে কাকলী বিষ পান করে।
খবর পেয়ে শালিসানরা যে যার মত পালিয়ে যায়। কাকলীর পরিবারের লোকজন তাকে প্রথমে শ্রীপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে অবস্থার উন্নতি হলে মাওনাস্থ শাপলা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। পুনরায় অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৩ অক্টোবর মৃত্যু বরন করে। মৃত্যুর খবর পেয়ে সফিক ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।