রংপুরঃ রংপুর এলজিইডি’র অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলামের ৩ দিনেও সন্ধান মিলেনি।
গত ২০ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪.৩০টায় তার রংপুর নগরীর হনুমানতলাস্থ নিজ বাসভবন থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি আর ফিরে আসেনি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে সাদা স্ট্রাইপ শার্ট, ঘিয়া রং এর প্যান্ট মাথায় কালো টুপি, পায়ে কালো জুতা ও চোখে চশমা ছিলো। তার গায়ের রং শ্যামবর্ণ, উচ্চতা ৫ ফিট ৫ ইঞ্চি, কাঁচাপাকা চুল ও দাড়ি, বয়স ৬০ বছর। তিনি রংপুরের আঞ্চলিক ভাষায় কথা বলেন। নিখোঁজ হওয়ার পর থেকে তার আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও অদ্যাবধি কোন সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে রংপুর কোতয়ালী থানায় একটি জিডি করা হয়। জিডি নং- ১৩২৫, তাং-২১-১২-২০১৬ইং। এদিকে অবসর প্রাপ্ত ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম নিখোঁজ হওয়ায় তার পরিবার শোকে দিশেহারা, আজানা বিপদের আশংকায় বিনিদ্র রজনী যাপন করছেন। তার পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন জানানো হয় যে, যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে বাসা নং-৯৫, রোড নং-১, হনুমানতলা রংপুর এবং মোবাইল নং- ০১৭০৫-৮৩৬৫২১ এ যোগাযোগ করবেন। পাশাপাশি রংপুরের প্রশাসনের নিকটও নিখোঁজ মোঃ রফিকুল ইসলামের সন্ধান লাভের সহযোগিতা কামনা করেন।