ঢাকা; শেষ মুহূর্তে ভোট গণনায় বা ফলাফলে কোনো সূক্ষ্ম বা স্থূল ইঞ্জিনিয়ারিং ঘটবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
এ সময় বিএনপির পোলিং এজেন্টদের গণনা থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত দৃষ্টিসীমায় মধ্যে অবস্থান করতে দেওয়ার আহ্বান জানান রিজভী।
ভোট গণনায় বা ফলাফলে সূক্ষ্ম বা স্থূল ইঞ্জিনিয়ারিং কী হতে পারে, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেছেন, অতীত অভিজ্ঞতা থেকে বলেছি। এই সরকারের আমলে ফলাফল ছিনিয়ে নেওয়ার অনেক ঘটনা ঘটেছে। শেষ মুহূর্তে প্রভাব বিস্তার করে ফলাফল অনুকূলে নিতে পারে।