রবিউল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে সুকু সরেন (৪৫) নামে খ্রিষ্টান মিশনারীর নৈশ্য প্রহরীকে হত্যা করেছে এক দল সংঘবদ্ধ চোর।
২২ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার গভীর রাতে সদরের কসবা মিশনের পাশের্^ একদল চোর নৈশ্য প্রহরী সুকু সরেনের তীর কেড়ে নিয়ে ওই তীরেই তাকে গুরুত্বর আহত করে।
সুকু সরেন সদর উপজেলার আওলিয়াপুর গ্রামের লক্ষ্মণ সরেণের পুত্র।
এলাকাবাসী জানায়, বুধবার রাত ১টায় এক দল সংঘবদ্ধ চোর কসবা মিশনে চুরি করতে যায়। চোরদের প্রতিহত করতে সুকু সরেন নিজ তীর-ধনুক দিয়ে প্রতিরোধের চেষ্টা করে।
কিন্তু চোররা সুকু সরেনের তীর কেড়ে নিয়ে তাকে ওই তীর দিয়েই খুঁচিয়ে খুঁচিয়ে গুরুত্বর আহত করে প্রাচীর টপকে পালিয়ে যায়।
খবর পেয়ে মিশনের লোকজন দ্রুত ছুটে এসে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধারের পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোরে সুকু সরেনের মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুতে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে ছুটে যান দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি শোক-সন্তপ্ত পরিবার-পরিজনকে সান্তনা দেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে পরিবারকে জানান।
এ সময় তিনি হত্যাকারীদের খুঁজে বের করতে প্রশাসনের প্রতি তাৎক্ষনিক নির্দেশ প্রদান করেন। হুইপ ইকবালুর রহিম নিহত সুকু সরেনের সৎকারের জন্য ব্যক্তিগত তহবিল থেকে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।
তিনি বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনা ভিন্নখাতে প্রবাহিতের সুযোগ নেই। এছাড়া হুইপ ইকবালুর রহিম আগামী বড়দিন সুষ্ঠুভাবে পালনের জন্য খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিরাপদ ও নির্বিঘœ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিজানুর রহমান, কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম, ওসি তদন্ত আবুল হাসনাত, দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ¦ মোঃ ওয়াহেদুল আলম আর্টিষ্ট প্রমূখ।
কোতয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, ঘাতকদের গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।