গ্রাম বাংলা ডেস্ক: দৈনিক মানবজমিনের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা প্রতিনিধি সাখাওয়াত সরকার (৪৭) আর নেই (ইন্নানিল্লাহে…রাজিউন)। ঢাকার ডেমরার কোনাপাড়ার দোতলা মসজিদ এলাকার নিজ বাসায় তিনি মারা যান। শুক্রবার ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে পড়ে গেলে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। গত কয়েক মাস আগে তার হার্টে রিং লাগানো হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সাখাওয়াত দীর্ঘ প্রায় ২২ বছর সাংবাদিক পেশায় জড়িত ছিলেন। এর আগে দৈনিক বাংলাবাজার পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন। সাখাওয়াতের বড় ভাই বিসিএস শিক্ষা এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক মানজমিনের সাবেক সহকারী সম্পাদক প্রফেসর মতিউর রহমান গাজ্জালী জানান, সকাল সাড়ে ৮টায় কোনাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাযা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি গজারিয়া উপজেলার রসুলপুর ইউনিয়নের বাঘাইয়াকান্দিতে আনা হবে। আজ বাদ আসর বাঘাইয়াকান্দি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা শেষে তাকে দাফন করা হবে।