মোঃ জাহিদুল ইসলাম ডিমলা প্রতিনিধিঃ।। “শিক্ষার জন্য আসি সেবার জন্য হাত বাড়িয়ে দেই” নীলফামারী জেলার ডিমলাউপজেলায় পৌষের শীত জেগে বসায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ২০ ডিসেম্বর সকালে উপজেলা সদর ইউনিয়ন পাথরখুড়া দক্ষিন তিতপাড়াগ্রামে ও ডালিয়ায় হিমেল হাওয়ায় সাথে কুয়াশা ও হাড় কাঁপানো শীতে হতদরিদ্র এবং গরিব দুঃখির মাঝে বেরোবি’র অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্র-ছাত্রীরা নিজ অর্থে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।
এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের কাছে জানতে চাইলে তারা প্রতিবেদক কে জানায় আমরা নিজ উদ্যোগে গরিব দুখি শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করছি। ইতিমধ্যে রংপুরের বেশ কিছু জায়গায় আমরা শীতবস্ত্র বিতরণ করেছি। তারা আরও বলেন আমরা বিভিন্ন অঞ্চলের শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবো। আসুন আমাদের দেশের গরিব দুস্ত শীতার্থদের পাশে দাড়াই।