রবিউল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লা খনি এলাকা থেকে এক ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ী আলি মর্তুজা মিলন (৪০) ফুলবাড়ী পৌর শহরের উর্বসী সিনেমা হল মার্কেটে মিলন টেলিকম দোকানের মালিক। তিনি বড়পুকুরিয়া বাজারের বাঁশপুকুর গ্রামের স্কুল শিক্ষক শাহাজান আলীর পুত্র। এ ঘটনায় নিহতের ছোট ভাই আলী হাছান বাদী হয়ে পার্বতীপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
জানা গেছে, ২১ ডিসেম্বর বুধবার ভোর রাতে ফুলবাড়ী-বড়পুকুরিয়া বাজার সড়কে কয়লা খনির সাবসিডেন্স এলাকার ঘোড়ামারা নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার সময় একদল ডাকাত পথচারীদের আটক করে গণডাকাতি করছিল। ফুলবাড়ী শহর থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন মিলন। পথে তিনি ডাকাতের কবলে পড়েন। এরপরে ডাকাত এবং দূর্বৃত্তরা মিলনের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে এবং পরে তার গলা কেটে পালিয়ে যায়। এ ঘটনার আগে সেখানে বড়পুকুরিয়া কয়লা খনির কয়েকজন শ্রমিককেও আটক করে বেঁধে রেখে সর্বস্ব লুটে নেয় ডাকাত দল। পার্বতীপুর মডেল থানার ওসি মোস্তাক আহমেদ জানান, ভোর রাতে স্থানীয়দের চিৎকার শুনে বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মিলনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্বৃত্তরা মিলনের গলা কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। পরে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।