রংপুরে ইউসেপ জব ফেয়ার ২০১৬

Slider সারাদেশ

ronjit-photo-1-20-12-16

রংপুর ডেস্ক: ইউসেপ রংপুর অঞ্চলে উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলবেলা জব ফেয়ার-২০১৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডব্লিউডি’র অতিরিক্ত চীফ ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউল হাফিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডব্লিউডি’র সুপারিন্টেনডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম খান, রংপুর চেম্বার এর সাবেক প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।

এ জব ফেয়ার অনুষ্ঠানে ১৪টি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হচ্ছেঃ প্রাণ গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, কাজী ফার্মস গ্রুপ, মোতাহার গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ, প্রাইম সনিক গ্রুপ, আরডি ফুড গ্রুপ, জেম জুট লিমিটেড, মজিদ এন্ড সন্স কনস্ট্রাশন ফার্ম, এভারগ্রীন গার্মেন্টস, আনসারী এ্যাপারেলস, উইমেনস ফ্যাশন ওয়ার্ড বিউটি পার্লার ও বঁধুয়া বিউটি পার্লারসহ অন্যান্য স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান উপস্থিত ছিলেন। এ সব প্রতিষ্ঠানে ইউসেপ রংপুর অঞ্চলের প্রায় ৪ শতাধিক ছেলেমেয়ের চাকুরীর ব্যবস্থা হয়েছে।

উল্লেখ্য যে, জব ফেয়ারে ৩০টিও বেশি কলকারখানার কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইউসেপ বিগত ৪৪ বছর ধরে সুবিধা বঞ্চিত শ্রমজীবী শিশু-কিশোর-কিশোরীদের ভাগ্যোন্নয়নে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কারিগর তৈরিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

ইউসেপ রংপুর অঞ্চলে ২০১০ সালে শুরু হয়ে অদ্যাবধি প্রায় ৪ হাজার ছাত্র-ছাত্রী কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং প্রায় ৩ হাজার ছাত্র-ছাত্রী চাকুরী পেয়ে স্বাবলম্বী হয়েছে। সভার শুরুতে আঞ্চলিক ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ গেলাজার হোসেন উপস্থিত সকলকে স্বাগত জানান এবং ইউসেপ রংপুর অঞ্চলের এর বিভিন্ন কর্মকাণ্ড বর্ণনা করেন।

উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আনোয়ারা ফেরদৌসি পলি ইউসেপ কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ইউসেপের কর্মকাণ্ডে এগিয়ে আসার জন্য তিনিসহ উপস্থিত সকলকে আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত চীফ ইঞ্জিনিয়ার (বিসিআইসি) ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল করিম, নর্থ বেঙ্গল রেফ্রিজারেটর ম্যানেজিং ডাইরেক্টর মোঃ হারুনর-রশিদ তাদের মূল্যবান বক্তব্য রাখেন এবং ইউসেপ এর পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

পরিশেষে জনাব মোঃ আব্দুর রাজ্জাক খন্দকার, ডেপুটি প্রোগ্রাম অফিসার, জব প্লেসমেন্ট আগত অতিথিদেরকে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য প্রদান করেন এবং তিনি সকলকে ইউসেপ এর পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *