ঢাকা; বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন ঢাকায় সফররত ব্রিটিশ বাণিজ্য দূত রুশনারা আলী। আজ বুধবার রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার প্রথমবারের মতো ব্রিটিশ বাণিজ্য দূত হিসেবে ঢাকায় আসেন রুশনারা আলী। এই সফরে বাংলাদেশে ব্রিটিশ ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্য, শিল্প ও বাণিজ্য খাতের নেতা, রাজনৈতিক নেতা ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন রুশনারা।