ঢাকা; আজ মঙ্গলবার সকাল ১০টার পর থেকে বাংলাদেশ থেকে গুগল সার্চে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করছেন অনেকেই। সামাজিক যোগাযোগের মাধ্যমেও বিষয়টি অনেকেই উল্লেখ করেছেন। কেউ কেউ ‘গুগল হ্যাক’ হওয়ার কথা বলছেন।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, কিছু সমস্যা তারা দেখতে পেয়েছেন।
ইন্টারনেট যোগাযোগ বিশেষজ্ঞ ও বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটর গ্রুপের (বিডিনগ) বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির প্রথম আলোকে জানান, গুগল ডটকম ডটবিডি (google.com.bd)-তে সমস্যা হয়েছে। তা রিডিরেক্ট হয়ে যাচ্ছে। কারিগরি ভাষায় একে বলে ‘ডিএনএস ক্যাশ পয়জনিং’। সম্ভবত ডটবিডি সার্ভার কম্প্রোমাইজ থেকে এটা হয়েছে। এ সমস্যার কারণেই গুগল ডটকম ডটবিডি সাইটে ঢোকা যাচ্ছে না।