প্রকৃতির কান্না
তাজুল ইসলাম
হৃদয় কাঁদে মাঝ রাতে নির্জনে
নিরব কোন স্থানে
শুকনো কান্নায় যখন তৃষ্ণার্ত হৃয়া
একবিন্দু শিশির কণা বাতাসে ভেসে
শীতল করে কায়া।
তবে কি রাত্রি, তুমিই কাঁদো নিঃশব্দে
তবে কি শিশির, তোমারই চোখের অশ্রু অন্তরে করিলে মায়া।
অদূরে পাহাড় হতে বিষাদময় আর্তনাদে
আসছে ভেসে যেন কান্নার গর্জনে
হঠাৎ লাগে স্পন্দন।
তবে কি পাহাড়, তুমিই কাঁদো আত্নহারা
তবে কি ঝর্ণা, তোমারই চোখের জলধারা
ডাকি তারে কাব্য করে ঝর্ণাধারা।
আকাশ রংধনু তোমাতে, সাত রঙ্গে সাজে
কান্নার শব্দ তোমার কণ্ঠেও বাজে
এলোমেলো মেঘ গুলো সন্ধি করে
তোমারই বুক চিরে বৃষ্টি হয়ে
টিপটিপ শব্দে ভূমিতে পড়ে।
প্রকৃতি কাঁদে ভিন্ন বুলিতে
ছবি আকেঁ হৃদয় তুলিতে
হৃয়ার এই ক্রন্দন আজীবন
হবে নাকো মোছন।