এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জনাব নুরুজ্জামান আহমদ বলেছেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয়। অবহেলা না করে তাদের যত্ন নিন। যত্ন আর ভালোবাসা পেলে তারাও দেশের দক্ষ জনশক্তিতে পরিনত হয়ে দেশের মান উজ্জল করবে।
রোববার (১৮ডিসেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট (কেইউপি) উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবন্ধিদের বিনামুল্যে মোবাইল থেরাপী ভ্যান সেবা ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । প্রতিবন্ধিদের বিনামুল্যে মোবাইল থেরাপী ভ্যান সেবা ক্যাম্পেইন পরিচালনা করেন প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা তাপস কুমার বর্মা রংপুর। প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে প্রতিবন্ধিদের জন্য ভাতা প্রদানের ব্যবস্থা করেছে। সেই সাথে প্রতিবন্ধিদের শিক্ষা ও প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিনত করতে নানামুখি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। তাই প্রতিবন্ধিরাও আজ বসে নেই তারা প্রশিক্ষনের মাধ্যমে কাজ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে।
লালমনিরহাট প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জনাব নুরুজ্জামান আহমদ আরো বলেন, প্রতিবন্ধিদের বিনামুল্যে মোবাইল থেরাপী প্রদানে সরকার ১০৩টি প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র গড়ে তুলেছে। এসব কেন্দ্র প্রতিবন্ধিদের পুনর্বাসনে গুরুত্বপুর্ন ভুমিকা রাখছে। তাই আগামীতে প্রতিটি উপজেলায় একটি করে প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র গঠনে কাজ করছে সরকার। বক্তব্য শেষে, দরিদ্র প্রতিবন্ধিদের মাঝে কম্বল বিতরন করেন তিনি । লালমনিরহাট সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভুমি কর্মকর্তা মোঃ মামুন ভুইয়া, কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন, কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট (কেইউপি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ খুরশীদুজ্জামান আহম্মদ, উপজেলা যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গা, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা ফরমান আলীসহ প্রমূখ।