শাষনতন্ত্রের লংমার্চ-এ বাধা দেয়ায় সিলেটে বিক্ষোভ

Slider গ্রাম বাংলা

img_20161218_152518

সিলেট প্রতিনিধি :: মিয়ানমারে রুহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে মিয়ানমার অভিমুখে রোববার লংমার্চ-এর শুরুতেই প্রশাসনের বাধার মুখে লংমার্চ স্থগিত করতে বাধ্য হন নেতৃবৃন্দ ।

এরই প্রতিবাদে সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের লংমার্চমুখী নেতৃবৃন্দ তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়েন। সিলেট নগরীর শিশু পার্কের সম্মুখ থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করে নগরীর কোর্ট পয়েন্টে এসে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুফতি মু. ফখর উদ্দিন ও মহানগর সেক্রেটারী ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এ সরকার ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় এসে একের পর এক ইসলাম বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।

এমনকি মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানগণ ঐক্যবদ্ধভাবে লংমার্চে যাওয়ার প্রস্তুতিকালে প্রশাসনের বাধা সরকারের ইসলাম ও মানবতা বিরোধী কার্যকলাপের বহিঃপ্রকাশ।

তাই পীর সাহেব চরমোনাই’র যে কোন নির্দেশ বাস্তবায়নের জন্য সিলেটের ধর্মপ্রাণ মুসলমানগণ প্রয়োজনে রক্ত দেবে, শহীদ হবে তবুও রাজপথ ছাড়বে না।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলা আহবায়ক মাওলানা নজির হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সেক্রেটারী হেলাল আহমদ, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি মু. সোহেল আহমদ সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *