রংপুর ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামার থেকে উচ্ছেদকৃত আদিবাসী সাঁওতাল নারীদের মধ্যে রোববার মহিলা পরিষদের উদ্যোগে ত্রাণ হিসেবে শাড়ী বিতরণ করা হয়।
সাঁওতাল পল্লী মাদারপুর গির্জার সামনে রবিবার দুপুরে এসব শাড়ী বিতরণকালে উপস্থিত ছিলেন, মহিলা পরিষদের জেলা সভাপতি আমাতুরনুর ছড়া, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রিক্ত প্রসাদ, অঞ্জলী রাণী দেবী, কানিজ ফাতেমা, মমতা চাকী, মায়া রানী, নিয়াজ আক্তার ইয়াছমিন প্রমুখ।
সাঁওতাল পরিবারের ১শ’ নারীর মধ্যে এসব শাড়ী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে মহিলা পরিষদের নেত্রীরা আদিবাসী সাঁওতালদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।