ঢাকা; বিএনপি যদি মনে করে নালিশ মানি, তালগাছটা আমার। তাহলে সংলাপ সফল হবে না। তাদেরকে বাস্তবসম্মত মনোভাবে অগ্রসর হতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে। তারা আজকে সংলাপের জন্য প্রেসিডেন্টের কাছে যাচ্ছেন। বিএনপি যদি গণভবনে ৫ জানুয়ারি নির্বাচনে সংলাপের ডাকে সাড়া দিত তাহলে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস হয়ত ভিন্নভাবে লেখা হতে পারত। ইসি নিয়ে সংলাপের উদ্যোগ নেয়ায় প্রেসিডেন্টকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অতীত অভিজ্ঞতা সুখকর নয়। জিল্লুর রহমান সাহেব যখন সংলাপে ডেকেছিলেন। তখনও বিএনপি অংশ নিয়েছিল। এবারও বিএনপি যদি মনে করে, নালিশ মানি কিন্তু তালগাছটা আমার। তাহলে সংলাপ সফল হবে না। মহামান্য প্রেসিডেন্ট আমাদের অভিভাবক। তিনি অনেক উদার প্রকৃতির মানুষ। অভিভাবক হিসেবে তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, প্রেসিডেন্ট যতই দায়িত্ব পালন করেন, বিএনপি যদি নালিশ মানি, তালগাছটা আমার এই যদি তাদের নীতি হয়। তাহলে সংলাপ সফল হবে না। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।