কবিতার মতো —–মৌসুমী টিকলি

Slider সাহিত্য ও সাংস্কৃতি

15577412_1269909666386114_1838359682_n

 

 

 

 

 

 

 

 

 

কবিতার মতো

—–মৌসুমী টিকলি

কবিতার মতো নির্ঝরিনী তুমি,

কলকল ছন্দে বয়ে চলেছ অবিরত

আমি যেন টুকরো,

টুকরো পাথরখন্ড প্রতীক্ষমাণ,

কবে আছড়ে পড়বো তোমার বুকে।

কবিতার মতো সুখপাঠ্য তুমি,

পড়তে গেলেই যেন বুকের ভেতরটা

শুন্য হয়ে যায় মনে হয়

এ হৃদয়ে শুধু তুমিই বসত কর,

চারিদিকে ধূ ধূ মরুভূমি।

কবিতার মতো বেদনাময় তুমি,

এক এক সময় মনে হয়

আমার হৃদয় যেন এক পেখমধারী ময়ূর,

যার এক একটি পালক তুমি

খসিয়ে চলেছ খেলাচ্ছলে।

কবিতার মতো বহতা নদী তুমি,

বয়ে চলেছ সুখ দুখের সাথী হয়ে

কখনো শুকিয়ে ধূ ধূ চর,

কখনোবা ছন্দময় স্রোতস্বিনীর মতো চঞ্চল।

কবিতা আর তুমি মিলেমিশে একাকার,

বুকের গভীরে ছন্দময় হয়ে রয়েছ চিরটিকাল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *