আসো না কাছে,
—————————কোহিনূর আক্তার,
আমি যে দিন হারিয়ে যাবো
সবার অজান্তে কেও পাবে না
খুঁজে আমায় কারো মাঝ পথে ।
এ জীবনে ছিলাম একা,
জীবন সন্ধ্যা পেলাম দেখা ,
সন্ধ্যা হলেও তবুও তুমি অনেক ভালো ,
মোমের আলো টা একটু বাতাসে নিভিয়ে গেল।
কি করে তোমার চরনে দিব আমার আঁচলের ফুল।
কেনো যে হয় জীবনে বার বার,,,,,, এত ভুল,
ওগো প্রিয় তুমি ছিলে আমার জীবনে ছোট মুল ।
যেওনা রে, আমায় ফেলে সন্ধ্যা হয়েছে বলে,
জীবনে তো শত দাহ আমার অপেক্ষায় শলে।
আমার হাতটি ধরবে বলে সাগর দিয়েছো পাড়ি,
তবে কেনো ময়না আমার করলে এতই আড়ি।
হাতটিতে মেহেদী আমার, কপালে নীল টিপ ,
তুমি আমার ভালো বাসার অনন্ত কোন শিব।
আসো না কাছে জড়িয়ে রাখ তোমার ঐ বুকে,
আদরে মাখিয়ে দাও লজ্জা এই লাল মুখে ।
জান রে আমার,
কেনো শুনছো না ছোট কথা,
পারছিনা শইতে আমি তোমার দেয়া নীল ব্যাথা ।