প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, বৃহত্তর বরিশাল থেকে : রাজাপুরের একটি প্রত্যয়দীপ্ত আবৃত্তি সংগঠন ‘কন্ঠশৈলী’ শনিবার মহান বিজয় দিবস ২০১৬ উপলক্ষে রাজাপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মাননা প্রদান, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট খায়রুল আলম সরফরাজ। সংগঠনের সভাপতি শৈলেন্দ্র নারায়ণ চক্রবর্ত্তীর সভাপতিত্বে অত্র সংগঠনের কর্মকর্তা যথাক্রমে নাজনীন পাখি, কবি সাঈদ তপু, অধ্যাপক জহির উদ্দিন মো: বাবর, অধ্যাপক হাবিবুর রহমান প্রিন্স, প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত, অধ্যাপিকা মোর্শেদা রূমা, অধ্যাপক মাইনুল ইসলাম সাজ্জাদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ রাজাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন পূর্বক অত্র উপজেলার মুক্তিযোদ্ধাদের প্রাণের সংগঠন মুক্তিযোদ্ধা সংসদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও উদীচী ঝালকাঠি’র সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাবু মৃধা।সবশেষে সংগঠনের সদস্য ও শিল্পীদের পরিবেশনায় আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়।