ঢাকা; নতুন নির্বাচন কমিশনার হিসেবে যাদের নাম সার্চ কমিটির প্রস্তাবে আসবে, তাদের নাম আগেভাগে প্রকাশ করার পক্ষে মত দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।
আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা ফোরামের উদ্যোগে ‘ইলেকশন, ইলেকশন কমিশন অ্যান্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই মত দেন। শামসুল হুদা বলেন, এই নামগুলো প্রকাশ হলে তাদের নিয়ে আলোচনা হবে, গণমাধ্যম তাদের অতীত খতিয়ে দেখবে, জনগণ তাদের সম্পর্কে জানতে পারবে। এবং রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেওয়ার আগে তা বিবেচনার সুযোগ পাবেন। সংবিধান অনুযায়ী ইসি গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির। তবে আইন না হওয়ায় ইসি নিয়োগে পরবর্তী ইসি নিয়োগে সার্চ কমিটি গঠনের সুপারিশ রেখে গিয়েছিল শামসুল হুদা নেতৃত্বাধীন ইসি। তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান তা গ্রহণ করেছিলেন। বর্তমান কাজী রকিব উদ্দিন কমিশন গঠনের সময় বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দুজনের নাম প্রস্তাব করেছিলেন। তার মধ্য থেকে রাষ্ট্রপতি বেছে নেন সাবেক আমলা কাজী রকিবকে। পরে সার্চ কমিটির প্রস্তাব করা ১০টি নাম থেকে পাঁচ জন নির্বাচন কমিশনার বেছে নেওয়া হয়েছিল।