শাহরিয়ার সাদিক, নীলফামারী প্রতিনিধিঃ যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে নীলফামারীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে রাত ১২ টায় ২১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।
শহরের চৌরঙ্গীমোড়ের স্মৃতি অম্লান চত্বরে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন ও জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান। এর পরে শহীদদের প্রতি সম্মান জানাতে আসেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায়, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান ও ইউএনও শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠন, জেলা বিএনপি ও তার সকল সহযোগী সংগঠন, জেলা জাতীয় পার্টি ও তার সকল অঙ্গ সংগঠন, জেলা সিপিবি নেতা শ্রীদাম দাস, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড তপন কুমার রায়, সনাক সভাপতি এসএম সফিকুল আলম ও সদস্য তাহমিন হক ববীসহ বিভিন্ন স্কুল-কলেজ ও বিভিন্ন পেশাজীবী মানুষ স্মৃতি অম্লানের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। সব শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সকালে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। এরপর সেখানে কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াচ অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিবসটিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, জেলার বিভিন্ন হাসপাতাল, জেলখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন, শিশু ও নারীদের ক্রীড়া, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।