এস এম মনিরুজ্জামান ব্যুারো চীফ রংপুর; ১৬ দফা দাবি আদায়ে আগামী ২১ ডিসেম্বর রংপুর বিভাগের আটটি জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
বৃহস্পতিবার রাতে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক রংপুর জেলা শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে, দিনাজপুর জেলার হিলি স্থলবন্দরে বগুড়া আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধসহ তাদের সব ধরনের সাইনবোর্ড অপসারণ, আটটি জেলার বিভিন্ন সড়কে অহেতুক চাঁদাবাজি বন্ধ, মামলা মোকদ্দমা বন্ধ, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের ওপর হামলাকারীদের শাস্তি, দ্রুত রংপুর শ্রম দপ্তর অফিস ও শ্রম আদালত বাস্তবায়নে কার্যকরী ব্যবস্থাসহ ১৬ দফা দাবি উপস্থাপন করা হয়।
এসময় বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রংপুর বিভাগের সভাপতি আখতার হোসেন বাদল, পঞ্চগড় জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, লালমনিরহাট জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রম বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পীরজাদা আশরাফুজ্জামান, নীলফামারী জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি চাঁন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।