সাভার; মহান বিজয় দিবসে আজ মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে আজ সকাল ৬টা ৩৪ মিনিটে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানানোর পর দুজনেই সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে বেজে ওঠে করুন সুর বেজে ওঠে।
এর পরপরই জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, মন্ত্রিবর্গ, বিভিন্ন বাহিনীর প্রধান শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর জনসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। এখন বিভিন্ন সংগঠনের ব্যানারে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন চলছে।