মোঃজাহিদুল ইসলাম ডিমলা প্রতিনিধিঃ : নীলফামারীর ডিমলা উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ) ১৪৩৮ হিজরী যথাযথ মর্যাদায় উৎযাপনে শিশু সমাবেশ, র্যালী, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আযোজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন ডিমলা নীলফামারীর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় শহরের প্রধান প্রধান সড়কে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন, ডিমলা ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম সরকার। সভায় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইয়াদ উদ্দিনের সভাপতিত্বে বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায়, ডিমলা দাখিল মাদ্রসার সুপার সহিদুল ইসলাম,মেডিকেল জামে মসজিদের ইমাম আব্দুস সাত্তার প্রমূখ। বক্তৃতা কালে বক্তারা বলেন, এই ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেষে দেশ ও জাতীর কল্যাণে মুনাজাত করা হয়।