গ্রাম বাংলা ডেস্ক: নীলফামারীতে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন ও জোটনেতা খালেদা জিয়া।
বুধবার বিকেল ৪টা ২০ মিনিটে নীলফামারীর উদ্দেশে নিজের গুলশানের বাসভবন ছাড়েন তিনি।
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সূত্র জানায়, খালেদা জিয়া গুলশান থেকে গাজীপুরের টঙ্গী, জয়দেবপুর, চৌরাস্তা, বঙ্গবন্ধু সেতু, সিরাজগঞ্জ হয়ে বগুড়া পৌঁছাবেন। বগুড়া জেলা সার্কিট হাউসে রাত্রিযাপন শেষে পরদিন বৃহস্পতিবার বেলা ১১টায় নীলফামারীর উদ্দেশে বগুড়া ছাড়বেন তিনি।
বগুড়া থেকে মহাস্থান, মোকামতলা, গোবিন্দগঞ্জ, রংপুরে হয়ে নীলফামারী জেলা সার্কিট হাউসে পৌঁছাবেন খালেদা জিয়া। সেখানে দুপুরের খাবার গ্রহণ ও বিশ্রাম শেষে বিকেল ৪টায় ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় যোগ দেবেন।
সভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আনিসুল আরেফিন চৌধুরী।
জনসভা শেষে ফের নীলফামারী সার্কিট হাউসে বিশ্রাম নেবেন খালেদা জিয়া। এরপর সন্ধ্যায়ই ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন তিনি। পথিমধ্যে রাতে টাঙ্গাইলের যমুনা রিসোর্টে যাত্রাবিরতি দেবেন খালেদা। এরপর ১২টার দিকে ঢাকার গুলশানের বাসভবনের উদ্দেশে রওয়ানা হবেন তিনি।
খালেদার সফরসঙ্গী হিসেবে থাকছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। ইতোমধ্যে সভায় যোগ দিতে রওয়ানা হয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় বিএনপির শীর্ষ নেতারাসহ ২০ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।