শাহরিয়ার সাদিক, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আজ রবিবার সাধারণ সদস্য পদে ১০ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর ফলে ১৫ ওয়ার্ডের ওই সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় রইল ৬৬ জন। তবে চেয়ারম্যান পদ প্রার্থী কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি।
জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন জানান, জেলার ১৫টি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী ৭৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। বাছাই পর্বে তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আজ রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আরো ১০ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। এ ছাড়াও সংরক্ষিত ৫টি নারী সদস্য পদে ১৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও বাছাই পর্বে একজনের মনোনয়ন বাতিল হয়। এর ফলে প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন ১৮জন নারী সদস্য। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন।