ঢাকা; ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিলো ভারত। রাজকোটে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। পরের দু’টিতে স্বাগতিক ভারত জেতে যথাক্রমে ২৪৬ রান ও ৮ উইকেটে। আর মুম্বাইয়ে সিরিজের চতুর্থ টেস্ট তারা জিতলো আরও দাপটের সঙ্গে। ইংল্যান্ডকে ইনিংস ও ৩৬ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো বিরাট কোহলির ভারত।
এতে টানা পাঁচ টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলো ভারত। একই সঙ্গে টানা ১৭ টেস্ট অপরাজিত তারা। মুম্বই টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে সফরকারী ইংল্যান্ড। জবাবে ভারত অলআউট হয় ৬৩১ রানে। ২৩১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। কিন্তু তারা এবার অলআউট হলো মাত্র ১৯৫ রানে। টেস্ট ইতিহাসে প্রথম ইনিংসে ৪০০ রান করেও ইনিংস ব্যবধানে হারের তৃতীয় ঘটনা এটি। মুম্বই টেস্টের চতুর্থ দিনই হার দেখছিল ইংল্যান্ড। ৬ উইকেটে ১৮২ রানে দিন শেষ করে তারা। ইনিংস ব্যবধানে হার এড়াতে তখনও তাদের প্রয়োজন ছিল ৪৯ রান। কিন্তু আজ টেস্টের পঞ্চম ও শেষ দিন রবিচন্দ্রন অশ্বিনের স্পিন বিষে মাত্র ১৩ রান যোগ করে বাকি ৪ উইকেট হারায় তারা। এদিন ইংল্যান্ডের হার নিশ্চিত হয় মাত্র ৮ ওভারে আঘা ঘণ্টার মধ্যেই। আগের দিন ৫০ রানে অপরাজিত জনি বেয়ারস্টো এদিন মাত্র এক রান যোগ করে ফেরেন। ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে ১১২ রানে নেন ৬ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৫ রানে নিলেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে অশ্বির নিজের প্রথম উইকেট নেন ইংল্যান্ডের সংগ্রহ যখন ৪ উইকেটে ১৮০ রান। এরপর ১৫ রানের মধ্যে ইংল্যান্ডের বাকি ৬ উইকেট তুলে নেন অশ্বিন একাই। সিরিজের শেষ টেস্ট ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে চেন্নাইয়ে।