সিলেট প্রতিনিধি :: সিলেট জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে প্রতীক বরাদ্দ হয়েছে। ১২ ডিসেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক জয়নাল আবেদীন।
সংরক্ষিত ৫টি ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে আমাতুজ জহুরা জেবিন (বই), নুরুন্নেছা হেনা (দোয়াত কলম), পাপিয়া চৌধুরী (টেবিল ঘড়ি), রেহানা ফারুক শিরিন (কম্পিউটার), সিপা বেগম (হরিণ), হেলেন আহমদ (ফুটবল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সংরক্ষিত ২নং ওয়ার্ডে খোদেজা বেগম কলি (দোয়াত কলম), জাহানারা ইয়াসিমন (ফুটবল), তাসলিমা বেগম (হরিণ), তামান্না আক্তার হেনা (মাইক), মিসেস হামিদা খান (বই), মোছা. আছমা বেগম (টেবিল), মোছা. মনোয়ারা বেগম (কম্পিউটার) প্রতীক লাভ করেছেন।
সংরক্ষিত ৩নং ওয়ার্ডে গিতা রানী দাস (ঘড়ি), নুরুন্নাহার ইয়াসমিন ( ফুটবল), রহিমা বেগম রাব্বানী (হরিণ), সুষমা সুলতানা রুহি (দোয়াত কলম), হাসিনা বেগম (বই) প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সংরক্ষিত ৪নং ওয়ার্ডে জোসনা বেগম (ঘড়ি), নাজমা সুলতানা চৌধুরী (দোয়াত কলম), মনিজা বেগম (হরিণ), সাজনা সুলতানা হক চৌধুরী (ফুটবল) প্রতীক লাভ করেছেন।
সংরক্ষিত ৫নং ওয়ার্ডে আমিনা বেগম (দোয়াত কলম), জাহানারা বেগম (মাইক), নাজিরা বেগম (হরিণ), রোকেয়া আক্তার চৌধুরী (বই), শিপারা বেগম (ঘড়ি), হাসিনা বেগম (ফুটবল) প্রতীক পেয়েছেন।
এরআগে সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করেন। এরমধ্যে সদ্য সাবেক জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান প্রতীক পেয়েছেন (আনারস), অধ্যক্ষ এনামুল হক সর্দার (দোয়াত কলম), জিয়া উদ্দিন আহমদ লালা (ঘোড়া) ও ফখরুল ইসলাম (মোটরসাইকেল)।
প্রতীক বরাদ্দকালে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবব্রত সিংহ, সহকারী রিটার্নিং অফিসার ও সিলেটের সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তা আজিজুল ইসলাম ও সাইদুর রহমান।
প্রতীক বরাদ্দের আগে এই নিবাচনী কর্মকর্তা প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার আহবান জানান।