প্রিয় নবী মুহাম্মদ [স.]
-রফিকুল ইসলাম মামুন।
এই জমিনে ঐ গগনে সেদিন
উঠেছিলো হর্ষ ধ্বনি রব,
মা আমেনার কোল দীপ্ত করে
এলো মুহাম্মদ[স.]উৎসবেতে মাতোয়ারা সব।
যুগে যুগে মানব জাতির হেদায়েতে
আল্লাহতালা করেন
নবী রাসূল বসুন্ধরায় প্রেরণ,
সবার শেষে এলেন প্রিয় মুহাম্মদ[স.]
রাখো সদায় স্মরণ।
শির তাহার তুঙ্গে ছিলো,সত্য ন্যায়ের
পথে ছিলেন সদায় অবিচল,
প্রিয় নবীজীর কর্ম গুণে পায়ে লুটেছে
বড় বড় কত বীরের বল।
ধরণীতে আর কভু আসবে নাকো
কোন নবী রাসূল,
মুহাম্মদের[স.]আদর্শকে মানসপটে
ধারণ করতে করিবে না ভুল।
আমরা যে আল্লাহতালার
পাপী বান্দা বড় গুনাহগার,
শেষ বিচারের আদালতে প্রিয় নবীজির
সুপারিশে হতে হবে পুলসিরাত পার।
হে নবীজির উম্মতেরা হৃদয় তটে
ধারণ করো সদাই খোদার ভয়,
মুহাম্মদের[স.]আদর্শে জীবন গড়ো
দো’জাহানে আসবে তবে জয়।।
-রফিকুল ইসলাম মানুন।
০৬ ডিসেম্বর ২০১৬খৃষ্টাব্দ,
ঢাকা।
পোষ্ট – ০৯/১২/২০১৬।