ঢাকা; নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আলোচনার জন্য আগামী ১৮ই ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।
প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ২০শে ডিসেম্বর জাতীয় পার্টি, ২১শে ডিসেম্বর এলডিপি ২২শে ডিসেম্বর জাসদের সঙ্গে প্রেসিডেন্টের আলোচনার তারিখ নির্ধারণ হয়েছে। অন্য দলগুলোর সঙ্গে সংলাপের তারিখও পরবর্তীতে চূড়ান্ত হবে।
নির্বাচন কমিশন গঠনের আগে আলোচনার দাবি বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের। বর্তমান নির্বাচন কমিশন গঠনের আগেও তৎকালীন প্রেসিডেন্ট বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন করেছিলেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, আইন করে নির্বাচন কমিশন গঠন করা হলে তা বিতর্কমূক্ত হবে।