স্বার্থপর মোরা———— কোহিনুর আক্তার

সাহিত্য ও সাংস্কৃতি

15401279_1829602887299004_252301620_n

 

 

 

 

 

 

 

 

 

স্বার্থপর মোরা

———কোহিনুর আক্তার

আমাদের মুজলুম ব্যক্তিদের

সাথে মিশা হয় না,

জানা হয় না,

অসহায় মানুষদের জীবন ।

আমরা নিজেকে নিয়ে মহা ব্যাস্ত থাকি,

অন্যকে দেখবার ,

জানবার সময় নেই ।

তাহলে কি শুধুমাত্র আমাদের জন্য

আমরা জন্মেছি ?

আমাদের কি কোন দায়িত্ব নেই ?

নিজের ক্ষমতা,

নিজের পদ কি করে অটুট থাকে,

কাকে ফাঁসিয়ে টাকা কামাতে পারবো ,

কাকে ঠকিয়ে টাকা কামাতে পারবো ।

একজন অসহায় বেকার ছেলেকে

চাকুরি দিয়ে দশ লাখ টাকা ঘুষ নিয়েছি

সাত আট জনের পরিবার ,

জমির উপর নির্ভর ।

আজ সে জমি বিক্রি করে

চাকুরির জন্য ঘুষের টাকা দিল ।

আর সে টাকা নিয়ে ক্লাবে

অথবা সুন্দরী কোন মেয়েকে

নিয়ে ফুর্তি করছি ।

এটাই কি মানবতা ? ??

কি করেন আপনারা বলেন ?

কিছু ই না ।

আমরা চুরি করছি ,

মিথ্যে বলছি ,

আমরা ঘুষ খাচ্ছি ।

সব করছি সংসারের জন্য

বউ বাচ্চা ও নিজের জন্য ।

কিন্তু অন্যের জন্য কি করছি ?

সমাজের জন্য কি করছি ?

পরিশেষে আমরা স্বার্থ পর বোকা, নির্বোধ ,

বৃদ্ধ বয়সে আমাদের জন্য

অপেক্ষা করছে বৃদ্ধাশ্রম ।

১১/১২/১৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *