বই প্রকৃতির পাঠশালা ———-মোঃ নূরুজ্জামান ওরফে শাহজামান

সাহিত্য ও সাংস্কৃতি

15451471_1829135557345737_2068370890_n

 

 

 

 

 

 

 

 

বই প্রকৃতির পাঠশালা

———-মোঃ নূরুজ্জামান ওরফে শাহজামান

বাংলা আমার মায়ের ভাষা

বাংলা আমার প্রাণ।

বাংলা ভাষায় বলতে কথা

বাদ সাধিল পাকিস্তান।

জিন্না ছিলেন জাতির পিতা

পাক্কা মুসলমান,

সব মুসলমানের মধ্যে ঐক্য হতে

শুনাইলেন একতার গান।

ধর্মে কাতর বাংলার মুসলমান

ঐক্যে দিল টান।

স্বাধীন এক দেশ হল নাম

রাখিলো পুর্ব ও পশ্চিম পাকিস্তান।

রাষ্ট্রভাষা উর্দু হবে জানিয়ে দিল পাকিস্তান

প্রতিবাদে ঝাপিয়ে পড়লো বাংলা মায়ের সন্তান।

চললো গুলি,হলেন শহীদ

রাখতে ভাষার মান।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *